ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

উত্তরা থেকে ৮ ছিনতাইকারী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
উত্তরা থেকে ৮ ছিনতাইকারী গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর উত্তরায় পেশাদার ছিনতাইকারী চক্রের আট সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

গ্রেপ্তার আটজন হলেন: মো. নুরুল আমিন (২২), শাকিব হোসেন (২১), মো. পারভেজ আহমেদ জুয়েল (৩৮), মো. কবির হোসেন (২৪), মোরশেদ আলম (৩০), আকাশ মোল্লা (২৬), রাকিব (১৯) ও মো. জিয়া (২০)।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে উত্তরার আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা ও ঢাকা টু ময়মনসিংহ সড়কের ফ্লাইওভার সংলগ্ন এলাকায়  অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা-পশ্চিম থানা পুলিশ।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২২ জানুয়ারি রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে উত্তরা পশ্চিম থানার ১০ নম্বর সেক্টরের কামারপাড়া বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে পাকা রাস্তার ওপর ছিনতাইয়ের ঘটনায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে দেশীয় অস্ত্রসহ  হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় ঘটনাস্থল থেকে অজ্ঞাতনামা কয়েকজন কৌশলে পালিয়ে যায়। ওই ঘটনায় গত ২৩ জানুয়ারি উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করা হয়। মামলাটি তদন্তকালে গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় এ ঘটনার সঙ্গে জড়িত আটজনকে শুক্রবার ভোরে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তাররা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা উত্তরা-পশ্চিম থানা এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাইয়ের ঘটনায় জড়িত। তারা উত্তরা-পশ্চিম থানায় ওই ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছিল বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৫
এমএমআই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।