সিলেট: সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাটে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আহত আবু সুফিয়ান (২৫) মারা গেছেন। এ নিয়ে এ দুর্ঘটনায় দুজনের মৃত্যু হলো।
বুধবার (২২ জানুয়ারি) দুপরে উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের ছত্তি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিফাত আহমেদ কিবরিয়া ওই ইউনিয়নের ভিতরগুল গ্রামের শফিকুর রহমানের ছেলে ও গোয়াইনঘাট সরকারি কলেজের শিক্ষার্থী। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আবু সুফিয়ান একই গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রিফাত ও সুফিয়ান গোয়াইনঘাট সরকারি কলেজে পরীক্ষা শেষে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে লেঙ্গুরা ইউনিয়নের ছত্তি গ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় আবু সুফিয়ানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় নিহত সুফিয়ান ও রিফাত সম্পর্কে চাচা ভাতিজা।
সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
এনইউ/এমজেএফ