ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

‘কর্মস্থলে যাওয়া হলো না জাহাজকর্মীর’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
‘কর্মস্থলে যাওয়া হলো না জাহাজকর্মীর’

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের কলিমাঝি ঈদগাহের সামনে ট্রাকের ধাক্কায় মানোয়ার মোল্যা (৩০) নামে ব্যাটারিচালিত ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন।  

রোববার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মাঝকান্দি-বোয়ালমারী-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মানোয়ার একই উপজেলার কাটাগড় গ্রামের আফসার মোল্লার ছেলে। নিহত ব্যক্তির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তিনি খুলনায় জাহাজে চাকরি করতেন।  

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জাহাজকর্মী মানোয়ার ও আহাদ ইজিবাইক যোগে খুলনায় যাওয়ার উদ্দেশে ভাটিয়াপাড়া যাচ্ছিলেন। পথে তারা ঘটনাস্থলে এলে বিপরীত দিক থেকে আসা মাঝকান্দিগামী একটি ট্রাকের সঙ্গে তাদের ইজিবাইকটির মুখোমুখি ধাক্কা লাগে। এতে ইজিবাইকটি খাদে পড়ে যায়। এ সময় গুরুতর আহত মানোয়ারকে পার্শ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আবিদ হোসেন জানান, হাসপাতালে আনার পর অক্সিজেন মুখে দেওয়ার সময় আহত ব্যক্তি মনোয়ারের মৃত্যু হয়। তার মাথায় প্রচণ্ড আঘাতে ও প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছিল।  

বোয়ালমারীর ডহরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মধুসূদন পান্ডে জানান, ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।