ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ফরিদপুরের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হলেন জাফর ইকবাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
ফরিদপুরের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হলেন জাফর ইকবাল মো. জাফর ইকবাল

ফরিদপুর: ফরিদপুরের জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হলেন মো. জাফর ইকবাল। তিনি ফরিদপুরের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মামলার রহস্য উদঘাটনসহ সার্বিক কাজের মূল্যায়ন স্বরূপ তাকে এ সম্মাননা স্মারকও দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ফরিদপুর পুলিশ লাইন্স হলরুমে এ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল।  

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ ইমদাদ হুসাইন (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) ইমরুল হাসান প্রমুখ।

এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল বলেন, যেকোনো স্বীকৃতিই কাজের অনুপ্রেরণা বাড়িয়ে দেয়। আমিও এর ব্যতিক্রম নই। আমার এ পুরস্কার আরও কাজের প্রতি ও দায়িত্বশীলতা বাড়িয়ে দেবে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।