ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাসদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
যশোরে সড়ক দুর্ঘটনায় সাবেক সেনাসদস্য নিহত

যশোর: যশোরে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত একজন সেনাসদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে শহরের অদূরে যশোর-নড়াইল সড়কের ঝুমঝুমপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতাউর রহমান নড়াইলের কালিয়া উপজেলার চন্দ্রপুর গ্রামের মমতাজ মৃধার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আতাউর রহমান একটি মোটরসাইকেলে নড়াইলের দিক থেকে যশোরে আসছিলেন। তিনি ঝুমঝুমপুর নামক স্থানে পৌঁছালে একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যান। এ সময় নড়াইলগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই নিহত হন আতাউর রহমান।

খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

যশোর কোতোয়ালি থানার ওসি তদন্ত ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।