ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজ, সম্পাদক শাফায়েত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজ, সম্পাদক শাফায়েত হাফিজ আহমেদ ও শাফায়েত হোসেন

আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরীকে সভাপতি ও যুগ্ম সচিব এস এম শাফায়েত হোসেনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে অ্যাসোসিয়েশনের এক সভায় সর্বসম্মতিক্রমে ১৫ সদস্যের এ কমিটি গঠিত হয় বলে সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কমিটি আগামী দুই বছর (২০২৫-২৬) দায়িত্ব পালন করবে।

কমিটির অন্যরা হলেন সহসভাপতি রফিকুল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়া উদ্দীন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, কোষাধ্যক্ষ রাজিব হাসান, দপ্তর সম্পাদক মৌসুমী দাস, প্রচার সম্পাদক সৌমেন পালিত বাবু।

নির্বাহী সদস্যরা হলেন জাকির হোসেন, মাহবুবুর রহমান, আবু রায়হান, জিহান বিনতে এনাম, আরিফ রাব্বানী খান, দেলোয়ার হোসেন ও মুহাম্মদ হারেস।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে ৬ জানুয়ারি বাংলাদেশ লেজিসলেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ সনের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়।    

প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সাধারণ সম্পাদক এস এম শাফায়েত হোসেন বলেন, লেজিসলেটিভ সার্ভিসের দীর্ঘদিনের বঞ্চনা, বৈষম্য ও ক্ষোভ দূরীকরণ, সার্ভিসের উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধসহ ও সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করতে সংগঠন কাজ করবে।

উল্লেখ্য, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ আইনের খসড়া, বিধিমালা, প্রবিধানমালা, উপ-আইন, প্রজ্ঞাপন, আইনগত বাধ্যবাধকতা রয়েছে এরূপ যে কোনো ডকুমেন্ট ভেটিং ও অনুবাদ, সকল মন্ত্রণালয় ও বিভাগকে আইনগত মতামত প্রদান, সব ধরনের চুক্তি, ট্রিটি, এগ্রিমেন্ট, সমঝোতা-স্মারক ও অন্যান্য আইনগত দলিল ভেটিং, আইন প্রকাশনার গ্রন্থস্বত্ব সংরক্ষণ, ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৫
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।