ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৩

ডি‌স্ট্রিক্ট ক‌রেসপ‌ন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ৩ সংগৃহীত ছবি।

সাতক্ষীরা: সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন বাংলাদেশিকে আটক ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বি‌জি‌বি)।

সোমবার (৬ জানুয়া‌রি) বি‌জি‌বির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক প্রে‌রিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

এর আ‌গে রোববার রাতে সদর উপ‌জেলার কালিয়ানী ছয়ঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল এলাকার রতন ঘোষের মেয়ে তৃপ্তি ঘোষ (২০), একই এলাকার হারান বিশ্বাসের ছেলে বাবলা বিশ্বাস (১১) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বনগ্রাম এলাকার উপেন চন্দ্র দাসের ছেলে সুজন কুমার দাস (৩৮)।

‌বিজ্ঞ‌প্তি‌তে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পেরিয়ে অ‌বৈধভা‌বে ভারতে যাওয়ার সময় তা‌দের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়‌টি স্বীকার করেছেন। তা‌দের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।