ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে জমি নিয়ে দ্বন্দ্বে কেমিস্ট সমিতির কার্যালয়ে ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
বরিশালে জমি নিয়ে দ্বন্দ্বে কেমিস্ট সমিতির কার্যালয়ে ভাঙচুর বরিশাল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কার্যালয়ে ভাঙচুর চালায় জমির মালিকানা দাবি করা পক্ষের লোকজন। ছবি: বাংলানিউজ

বরিশাল: জমির মালিকানা নিয়ে দ্বন্দ্বে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির বরিশাল জেলা কার্যালয় ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।  

এ ঘটনায় সমিতির সদস্যরা ক্ষুব্ধ হয়ে উঠেছে, সেইসঙ্গে তারা দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন, অন্যথায় কঠোর আন্দোলনের পাশাপাশি সারা বরিশালে ওষুধ বিক্রয় সেবা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

 

রোববার (৫ জানুয়ারি) ভোরে বরিশাল নগরের সদর রোডে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির জেলা কার্যালয়ের নিজস্ব ভবনে এ ভাঙচুর চালানো হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে এক শ্রমিককে আটক করেছে পুলিশ।  

প্রতক্ষদর্শীরা জানান, দুই ঘণ্টা ধরে চালানো তাণ্ডবে ২০ জন শ্রমিক অংশ নেন।  

সমিতির কম্পিউটার অপারেটর দেবাশীষ হালদার বলেন, পাশের পর্যটন হোটেল মালিক ইকবাল আজম তাদের সমিতির নিজস্ব ভবনের জমির মালিকাকানা দাবি করে পর্যায়ক্রমে ২১টি মামলা করেন। কিন্তু আমাদের বৈধ ক্রয় দলিল রয়েছে। তারপরও শনিবার শেষ রাতে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির অফিসে ওই হোটেল মালিকের লোকজন জমি দখলের জন্য ভাঙচুর করে অনেকটা ক্ষতিগ্রস্ত করে এবং নগদ অর্থ নিয়ে যায়।  

তবে এ বিষয়ে হোটেল মালিক কিংবা কর্তৃপক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি। যদিও কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং মামলা দিলে তারা তাও গ্রহণ করবেন।  

এদিকে আটক শ্রমিক জানিয়েছেন, তাদের ভবন ভাঙার জন্য আনা হয়েছিল। তিনি দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করেছেন, তাকে যে কাজ দেওয়া হয়েছে তাই তিনি করেছেন, এখানে তার কোনো দোষ নেই।  

অপরদিকে সকালে খবর পেয়ে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সদস্যরা ঘটনাস্থলে যান এবং কোতোয়ালি মডেল থানা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এসময় তারা হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২৫
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।