ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে বাসার ওয়্যারড্রোবে মিলল শিশুর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
ভৈরবে বাসার ওয়্যারড্রোবে মিলল শিশুর মরদেহ প্রতীকী ছবি

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় প্রতিবেশীর বাসার ওয়্যারড্রোব থেকে সাহাল (৩) নামে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের পঞ্চবটি এলাকার বলাকা স্কুলের পেছনের একটি বাসার ওয়্যারড্রোব থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাহাল উপজেলার কালিকাপ্রসাদ এলাকার কাতার প্রবাসী সানাউল্লাহ বাবুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় মায়ের সঙ্গে মাগরিবের নামাজ আদায় করে শিশু সাহাল। এরপর বাসায় বিদ্যুৎ চলে গেলে সাহালকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির মা। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ শিশু সাহেলকে উদ্ধারে ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী ভাড়াটিয়ার বাসার রুমের তালা ভেঙে তল্লাশি চালিয়ে বাসায় থাকা ওয়্যারড্রোবের ভেতরে শিশু সাহালের মুখে স্কচটেপ পেঁচানো মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার বাসিন্দা হাছান মিয়া (৩৮) ও নিহত শিশু সাহালের মা মোমেনা বেগমকে আটক করা হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, শিশু সাহালের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।