ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা মেইলের সাংবাদিক কাজী রফিক আর নেই

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
ঢাকা মেইলের সাংবাদিক কাজী রফিক আর নেই সাংবাদিক কাজী রফিক

ঢাকা মেইলের নিজস্ব প্রতিবেদক কাজী রফিক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তার মৃত্যুর কারণ হিসেবে কার্ডিক অ্যারেস্টের কথা জানিয়েছেন চিকিৎসকরা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যার আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কাজী রফিক। এরপর তাকে হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।  

কাজী রফিকের প্রথম জানাজা আজ রাত সাড়ে ১০টায় মোহাম্মদপুর আশরাফুল মাদরাসায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পরিবার।

কাজী রফিক ২০১৭ সালে সাংবাদিকতা শুরু করেন। ঢাকা টাইমস টোয়েন্টিফোর ডটকমে তার সাংবাদিকতার হাতেখড়ি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে তিনি ঢাকা মেইলে নিজস্ব প্রতিবেদক হিসেবে যোগ দেন।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।