ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

সচিবালয়ে অগ্নিকাণ্ড: ক্ষয়ক্ষতি নির্ধারণে এলজিআরডি মন্ত্রণালয়ের কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
সচিবালয়ে অগ্নিকাণ্ড: ক্ষয়ক্ষতি নির্ধারণে এলজিআরডি মন্ত্রণালয়ের কমিটি সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ড।

ঢাকা: সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (এলজিআরডি)।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সাত সদস্যের কমিটি গঠন করে একটি অফিস আদেশ জারি করেছে মন্ত্রণালয়।

 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন-২) মোহাম্মদ শফিউল আরিফকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন জাহিদুল ইসলাম, যুগ্মসচিব (আইন ও প্রতিষ্ঠান), আ স ম হাসান আল আমিন, যুগ্মসচিব (প্রশাসন ও বাজেট), সুব্রত কুমার সিকদার, যুগ্মসচিব (পরিকল্পনা ও উন্নয়ন), ড. অশোক কুমার বিশ্বাস, উপসচিব (প্রশাসন অধিশাখা-২), প্রকৌশলী মো. মোনাযেম উদ্দিন চৌধুরী, সিস্টেম অ্যানালিস্ট, রহিমা আক্তার, উপসচিব (প্রশাসন)।

অফিস আদেশে বলা হয়, ২৫ ডিসেম্বর দিনগত রাতে সংঘটিত অগ্নিকাণ্ডে বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে অবস্থিত পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ক্ষয়ক্ষতি নির্ধারণ ও অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনের লক্ষ্যে এ বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হলো।

এতে আরও বলা হয়, কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে। তারা অবিলম্বে কার্যক্রম শুরু করবে এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব বরাবর প্রতিবেদন দাখিল করবে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এসকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।