ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

গাংনীতে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
গাংনীতে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় আতঙ্ক উদ্ধারকৃত বোমা সদৃশ বস্তু দুটি

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে মুদি দোকানের শাটারে ঝোলানো অবস্থায় দুটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের দয়েরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এগুলো উদ্ধার করে থানা হেফাজতে নেয়।  

স্থানীয় জানান, ওই গ্রামের রতন আলীর দোকানের শাটারে জালি ব্যাগের মধ্যে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি হাতবোমা সদৃশ দুটি বস্তু দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে গাংনী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করে। এ ঘটনায় গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছি।

রতন আলীর বাবা আশরাফুল ইসলাম জানান, ফজরের নামাজ শেষ করে দোকান খুলতে গিয়ে দেখি শাটারে সঙ্গে একটি জালি ব্যাগের মধ্যে দুটি বোমা সদৃশ বস্তু রয়েছে। দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে বোমাসদৃশ বস্তু দুটি উদ্ধার করে। এই ঘটনায় আমরা পরিবারের সবাই আতঙ্কে রয়েছি।  

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বানী ইসরাইল বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।