ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

‘দেশপ্রেমিক আলেম ও সেনা অফিসারদের হত্যা করে হাসিনা ফ্যাসিবাদের রাস্তা করেছিল’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
‘দেশপ্রেমিক আলেম ও সেনা অফিসারদের হত্যা করে হাসিনা ফ্যাসিবাদের রাস্তা করেছিল’ বক্তব্য দিচ্ছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান

নোয়াখালী: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘শেখ মুজিবের আমলে যুদ্ধাপরাধের মীমাংসিত ননইস্যুকে ইস্যুতে পরিণত করা হয়েছে। এরপর আলেম-ওলামাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় ৫৭ জন অফিসারকে হত্যা করে ফ্যাসিবাদের রাস্তা তৈরি করেছিল শেখ হাসিনা। যারা নেতাকর্মী রেখে পালিয়ে যায়, তারা দেশপ্রেমিক রাজনীতিবিদ হতে পারে না। ’

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে নোয়াখালী জেলা শ্রমিককল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিককল্যাণ ফেডারেশনের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ শাহজাহান আরও বলেছেন, ‘সাংবাদিকদের লিখতে বাধা দিয়ে, শেখ হাসিনা বাক ও ধর্মীয় স্বাধীনতা হরণ করে বাংলাদেশকে দাসের জাতিতে পরিণত করেছে। আদালতে আলেম-ওলামাদের ডান্ডা বেড়ি পড়িয়ে নেওয়া হয়েছে। শেখ হাসিনার সরকার ঘুম, খুন, নির্যাতন ও সেনা অফিসারদের হত্যার মাধ্যমে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। ঘরে ঘরে লাশ উপহার দিয়েছে। ১০ টাকার চালের পরিবর্তে অর্থনীতি ব্যবস্থা ভেঙে দিয়ে কৃত্রিম দুর্ভিক্ষ তৈরি করেছে। ’ 

‘শেখ হাসিনার দেশে আসার সুযোগ রয়েছে, তবে গুম, খুন, দুর্নীতি ও নির্যাতন করায় সে অপরাধী হয়ে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে দেশের জনগণের সামনে আসতে পারবে,’ যোগ করেন তিনি।  

নোয়াখালী জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট জহিরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. রেজওয়ানুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান।  

বিশেষ অতিথির বক্তব্য দেন- নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি এ এস এম লুৎফুর রহমান, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও সভাপতি ঢাকা মহানগরী দক্ষিণ মো. আব্দুস সালাম, নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নিজাম উদ্দিন ফারুক, জেলা নায়েবে আমির মাওলানা সাইয়েদ আহাম্মদ, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, ইসলামী ছাত্রশিবির নোয়াখালী শহর সেক্রেটারি হাবিবুর রহমান আরমান এবং জামায়াতে ইসলামী নোয়াখালী জেলার বিভিন্ন উপজেলার আমির ও শ্রমিককল্যাণ ফেডারেশনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।