কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জয়নাল মিয়া (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার এগারসিন্দুর এলাকার একটি মজা পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত জয়নাল পার্শ্ববর্তী গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বীর উজলি গ্রামের ইমান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ ডিসেম্বর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন জয়নাল। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। পরিবারের লোকজন তাকে সম্ভাব্য সব জায়গায় খুঁজেও তার সন্ধান পাননি। শনিবার দুপুরে এগারসিন্দুর এলাকায় পুকুরে জয়নালের মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. মোবারক হোসেন জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন
রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
এসআরএস