ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মহেশখালীতে ৪ আগ্নেয়াস্ত্রসহ উদ্ধার, গ্রেপ্তার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
মহেশখালীতে ৪ আগ্নেয়াস্ত্রসহ উদ্ধার, গ্রেপ্তার ১

কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে থ্রি-জি রাইফেলসহ চারটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এসময় এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাত আড়াইটার দিকে মহেশখালী থানা পুলিশ উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের বড় ডেইল এলাকায় অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্রসহ সাজেদ (২৬) নামে একজন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।  

সাজেদ ওই এলাকার শুক্কুর আলীর ছেলে।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে একটি থ্রি-জি রাইফেল, একটি দোনলা বন্দুক, একটি একনলা বন্দুক, একটি দেশি বন্দুক ও ১০ রাউন্ড গুলি।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ জানান, গ্রেপ্তারকৃত সাজেদ একজন অস্ত্র ব্যবসায়ী। তার কাছ থেকে ভারী অস্ত্রের পাশাপাশি বেশ কিছু গুলিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মহেশখালী থানায় মামলা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।