ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে বাস শ্রমিকদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
বরিশালে বাস শ্রমিকদের সড়ক অবরোধ

বরিশাল: ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বচসাকে কেন্দ্র করে হঠাৎ বরিশাল নগরের রুপাতলী বাসটার্মিনাল সংলগ্ন মহাসড়ক অবরোধ করেছেন বাস শ্রমিকরা।

শনিবার (৩০ নভেম্বর) বেলা সোয়া তিনটার দিকে এ ঘটনা ঘটলে বরিশাল-পটুয়াখালী ও বরিশাল-ঝালকাঠি মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

বাস মালিক, শ্রমিক ও বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হস্তক্ষেপে আধা ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

শিক্ষার্থী ও শ্রমিক সূত্রে জানা গেছে, নগরের রুপাতলী থেকে এমকে পরিবহন নামে একটি বাসে তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা দেন। ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বাসের সুপারভাইজার ও হেলপারের সঙ্গে কথা কাটাকাটি, ধাক্কাধাক্কি হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহপাঠীদের অবহিত করেন। তখন কিছু শিক্ষার্থী কাঁঠালতলা এলাকায় গিয়ে বাসের হেলপার হৃদয়কে নামিয়ে রাখেন।

বিষয়টি নগরের রুপাতলী বাস টার্মিনালের বাস শ্রমিকরা জানারা পর তারাও রুপাতলী এলাকায় সড়কের ওপর বাস রেখে অবরোধ করেন।

পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও বাস মালিক-শ্রমিকরা বসে সমাধান করলে আধা ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার বলেন, একটু ভুল বোঝাবুঝি হয়েছিল। বিষয়টি সমাধান করার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।