ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা কলেজের পাশে বৈদ্যুতিক খুঁটিতে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
ঢাকা কলেজের পাশে বৈদ্যুতিক খুঁটিতে আগুন সংগৃহীত ছবি।

ঢাকা: ঢাকা কলেজের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ডে খবর পাওয়া যায়। এতে হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ফায়ার সার্ভিসের ইউনিট যাওয়ার আগেই আগুন নিভে গেছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ১০টা ৫৬ মিনিটে ঢাকা কলেজ সংলগ্ন নেইম রোডের একটি বৈদ্যুতিক খুঁটিতে শটসার্কিটে এ আগুনের সূত্রপাত।  খবর পেয়ে পলাশী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে রওনা দেয়। তবে তারা পৌঁছানোর আগেই আগুন নেভানো হয়।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

তিনি জানান, ঢাকা কলেজের পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগে।  খবর পেয়ে পলাশী ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। কিন্তু তারা পৌঁছানোর আগেই ঘটনাস্থল থেকে ফোন করে জানানো হয় আগুন নিভে গেছে।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এসসি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।