ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঘিওরে সড়ক দুর্ঘটনায় নিহত এক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
ঘিওরে সড়ক দুর্ঘটনায় নিহত এক  প্রতীকী ছবি

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কের পুখুরিয়া নামক স্থানে রয়েল এক্সপ্রেস পরিবহনের চাপায় ওবায়দুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  

রোববার (২৪ নভেম্বর) দুপুরে জেলার ঘিওর উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত ওবায়দুর রহমানের বাড়ি রংপুর জেলায় এবং তিনি মানিকগঞ্জের ঘিওরে ডেরা রিসোর্টে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

বরঙ্গাইল হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন বলেন, নিহত ওবায়দুর প্রতিদিনের মতো কাজ শেষ করে ভাড়া বাসায় যাওয়ার জন্য বের হন। তিনি রাস্তা পার হতে গেলে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা রয়েল এক্সপ্রেস পরিবহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।  

চালকসহ ঘাতক বাসটি আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।