ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় জাল টাকা ও গাঁজাসহ ব্যবসায়ী আটক 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
পাথরঘাটায় জাল টাকা ও গাঁজাসহ ব্যবসায়ী আটক 

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটার বিষখালী নদী সংলগ্ন নিশানবাড়িয়া এলাকা থেকে ১৯ হাজার জাল টাকা ও সোয়া দুই কেজি গাঁজাসহ ইসমাইল গাজী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন।  

শুক্রবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৯টার সময় কোস্টগার্ড প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

 

এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার সময় বরগুনা সদর উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গাজী মাহমুদ এলাকা থেকে তাকে আটক করা হয়।  

আটক ইসমাইল গাজী বরগুনা সদর উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গাজী মাহমুদ এলাকার মো. নীল গাজীর ছেলে।  

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সাব্বির আহমেদ জানান, কিছু অসাধু ব্যবসায়ী মাদক বেচাকেনা করছে এমন সংবাদের সূত্র ধরে বিষখালী নদী সংলগ্ন নিশানবাড়িয়া ইউনিয়নের গাজী মাহমুদ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইসমাইল গাজীকে সন্দেহজনক মনে করে কাছে যেতে চাইলে তার সঙ্গে থাকা ব্যাগ রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশি করে সোয়া দুই কেজি গাঁজা ও ১০০০ টাকার ১৯টি জাল নোট পাওয়া যায়।  

তিনি আরও জানান, ইসমাইল গাজীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।