ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে চালক সুজিত হত্যা: ৩ আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
সুনামগঞ্জে চালক সুজিত হত্যা: ৩ আসামি হবিগঞ্জ থেকে গ্রেপ্তার

সিলেট: সুনামগঞ্জের জগন্নাথপুরে সিএনজিচালিত অটোরিকশার চালক সুজিত দাস হত্যায় জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) হবিগঞ্জ জেলার বাহুবল ও শায়েস্তাগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যা ব-৯ সদস্যরা।

 

র্যা ব-৯-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শালদিঘা আনছার আলীর ছেলে আলী হায়দার (৩৬), হবিগঞ্জ সদরের নোহাটি গ্রামের মৃত তরমুজ আলীর ছেলে হাফিজুর রহমান (২৬) ও হবিগঞ্জের বাহুবল উপজেলার পনারআব্দা আব্দুল হাই’র ছেলে মো. শিবলু মিয়া (২০)।

শনিবার (১৬ নভেম্বর) রাত ৯টায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরের রানিগঞ্জ সেতু থেকে সিএনজি চালিত অটোরিকশা চালক সুজিত দাসের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, সুনামগঞ্জ জেলার রানীগঞ্জ বাজারের অটোস্ট্যান্ড থেকে প্রায় এক মাস ধরে সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে আসছিলেন সুজিত দাস। গত শনিবার (১৬ নভেম্বর) বিকেলে অটোরিকশা নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দপুরে যান। রাত আনুমানিক ৯টার দিকে স্থানীয়রা রানীগঞ্জ সেতুর ওপর সুজিত দাসের গলাকাটা মরদেহ দেখতে পান। খবর পেয়ে রাতেই এলাকায় মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

স্থানীয়দের ধারণা সিএনজি চালিত অটোরিকশা ছিনতাই করতে দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে। এ ঘটনায় সোমবার (১৮ নভেম্বর) নিহতের ভাই সুবাস দাস বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা (নং-১১(১১)’২৪) দায়ের করেন।

ক্লুলেস এই হত্যাকাণ্ডের ঘটনাটি পুলিশের পাশাপাশি ছায়া তদন্তে নেমে র্যাশব-৯-এর সুনামগঞ্জ ও শায়েস্তাগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে তিন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিদের জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
এনইউ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।