ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি এলাকায় মিনি ট্রাকের ধাক্কায় আমিরুল লস্কর (৪০) নামে শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধু চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালের দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আমিরুল ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার শ্রীফলতলা গ্রামের সাবদার লষ্করের ছেলে। দুর্ঘটনার খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়।

ঝিনাইদহ হাইওয়ে পুলিশের (ওসি) মৃত্যুঞ্জয় জানান, সকালে হরিণাকুন্ডু উপজেলা থেকে আলমসাধু চালিয়ে পাটকাঠি আনতে মাগুরা যাচ্ছিলেন আমিরুল। পথে ঝিনাইদহ সদরের পোড়াহাটি তিন মাইল এলাকায় এলে সামনের দিক থেকে আসা একটি মিনি ট্রাক আলমসাধুটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে রাস্তার পাশে পড়ে ঘটনাস্থলেই নিহত হন আমিরুল। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মিনি ট্রাকটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।