ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রাফিক আইন ভাঙায় ২১৩১ মামলা, জরিমানা ৭৭ লাখ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
ট্রাফিক আইন ভাঙায় ২১৩১ মামলা, জরিমানা ৭৭ লাখ টাকা

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন ভাঙার দায়ে দুই হাজার ১৩১টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এসব মামলায় ৭৭ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে এসব মামলা ও জরিমানা করা হয়। এ ছাড়া অভিযানে ২৪০টি গাড়ি ডাম্পিং ও ৬৮টি গাড়ি রেকার করা হয়েছে।  

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।