ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে মিলল নারীর খণ্ডিত দেহ, আটক স্বামী

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
সাভারে মিলল নারীর খণ্ডিত দেহ, আটক স্বামী

সাভার, (ঢাকা): সাভারের দত্তপাড়া এলাকায় শান্তা (৩৫) নামের এক নারীর চার খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  এ ঘটনায় নিহতের স্বামী নয়নকে (৪০) আটক করা হয়েছে।



মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াজেদ আলী।  

এর আগে সোমবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার বব-মারলি রেস্তোরাঁর পেছনের খোলা জায়গা থেকে ওই নারীর চার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়।  

প্রাথমিকভাবে নিহত নারীর নাম শান্তা (৩৫) বলে জানা গেছে।

তিনি ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের বাসিন্দা ছিলেন। নিহত নারীর স্বামীর নাম নয়ন (৪০), তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সোমবার রাতে ওই এলাকায় নারীর মস্তকহীন দেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে নারীর হাত ও মস্তকহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ওই স্থানের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় মাথা ও হাত উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযান পরিচালনা করে রাতেই নিহতের স্বামী নয়নকে আটক করা হয়েছে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক ওয়াজেদ আলী বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে নিহতের স্বামী নয়নকে আটক করা হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। বিস্তারিত পরে জানানো হবে।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।