ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

আলীকদম সীমান্ত দিয়ে মিয়ানমারের ৮৪ নাগরিককে পুশব্যাক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
আলীকদম সীমান্ত দিয়ে মিয়ানমারের ৮৪ নাগরিককে পুশব্যাক

বান্দরবান: বান্দরবানের আলীকদমের দুর্গম সীমান্ত এলাকা কুরুকপাতা ইউনিয়নের পৌয়া মুহুরি দিয়ে ৮৪জন মিয়ানমার নাগরিককে পুশব্যাক করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) রাতেই তাদের মিয়ানমারে পুশব্যাক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বিজিবির আলীকদম ৫৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আকিব জাবেদ বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে বান্দরবানের আলীকদম উপজেলার বিভিন্নস্থান থেকে সোমবার (১১ নভেম্বর) একদিনেই ৮৪জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়, পরে তাদের যাছাই-বাছাই শেষে আবার রাতেই আলীকদমের কুরুকপাতা ইউনিয়নের পৌয়া মুহুরি সীমান্ত দিয়ে মিয়ানমারে পুশব্যাক করা হয়।

প্রসঙ্গত: মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে টাকার বিনিময়ে আলীকদমের দুর্গম কুরুকপাতা সীমান্ত দিয়ে এই রোহিঙ্গারা সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশে অনুপ্রবেশ করে, পরে গোপন সূত্রে সংবাদ পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মিয়ানমারের ৮৪জন নাগরিককে আলীকদম উপজেলার বিভিন্ন এলাকা থেকে আটক করে।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪

আরএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।