ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এবার ডিম উদ্ধার, আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

অতিথি করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এবার ডিম উদ্ধার, আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার

ঢাকা: আশুলিয়ায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। তাদের ডাকাতি করা ২৮ হাজার ৮০০ ডিম একটি পিক-আপসহ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক।

তিনি জানান, গতকাল বুধবার (৩০ অক্টোবর) আশুলিয়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আব্দুর রহমান ফকির (৩০), মনির বেপারী (২৮), শাহীন আকন্দ (৩৮), সজিব জয় সোনার (২০) সফি সরকার (৩৫) ও বাবুল মিয়াকে (৫০) গ্রেপ্তার করা হয়। তাদের ডাকাতি করা পিক-আপ জব্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সম্প্রতি দুষ্কৃতকারীরা দেশকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছে। ফলে ডাকাতি ও লুটপাট বেড়েছে। আমরা এদিকটায় নজর দিয়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় গত এক সপ্তাহে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, গত ২৯ অক্টোবর ভুক্তভোগী মনির হোসেন টাঙ্গাইল এলাকা থেকে একটি পিক-আপে মোট ২৮ হাজার ৮০০ ডিম নিয়ে মিরপুর-১৪ নম্বর ক্যান্টনমেন্ট এলাকার উদ্দেশ্যে চালক ও হেলপারের মাধ্যমে পাঠিয়ে দেন। তারা ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর সেনা অডিটোরিয়ামের সামনে পৌঁছলে পিকআপটি লক্ষ্য করে ঢিল ছুড়ে চালক ও হেলপারের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে ডাকাতদল। পরে পিক-আপ থামিয়ে দেশিয় অস্ত্রের ভয়-ভীতি দেখিয়ে গাড়ির চালক ও হেলপারকে মারপিট করে পিক-আপ থেকে তাদের নামিয়ে দেয়। পরবর্তীতে ডাকাতরা ডিম ভর্তি পিক-আপ নিয়ে আরিচার দিকে চলে যায়। পরে আবার তারা আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় এসে মো. বাবুল মিয়ার কাছে ডিমগুলো বিক্রি করেন।

ঘটনার দিন ভুক্তভোগী মনির হোসেন আশুলিয়া থানায় এসে মৌখিক অভিযোগ দিলে তাৎক্ষণিক একটি তদন্ত টিম গঠন করে অভিযানে পাঠানো হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ৩০ অক্টোবর সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ীর আশুতোষ মন্ডলের মার্কেটের সামনে থেকে আব্দুর রহমান ফকির ও মো. মনির হোসেন নামে দুই বেপারীকে আটক করে লুণ্ঠিত ডিম উদ্ধার করে পুলিশ। পরে আটক দুই জনের দেওয়া তথ্যমতে বাকি ৪ জনকে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়।  

মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বাংলানিউজকে বলেন, গ্রেপ্তার ডাকাত দলের ৬ সদস্যকে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।