ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মিরপুরে সংঘর্ষে ২ পোশাকশ্রমিক গুলিবিদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
মিরপুরে সংঘর্ষে ২ পোশাকশ্রমিক গুলিবিদ্ধ

ঢাকা: রাজধানীর মিরপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পোশাকশ্রমিকদের সংঘর্ষে নারীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মিরপুর-১৪ নম্বরের কাফরুল এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুজন হলেন, সেনটেক্স ফ্যাশন লিমিটেডের সুইং অপারেটর আল আমিন হোসেন ও ঝুমা আক্তার।

সেনটেক্সের শ্রমিকেরা জানান, একই এলাকার মৌসুমি গার্মেন্টস কর্তৃপক্ষ গতরাতে হঠাৎই কারখানা বন্ধ করে দেয়। সেজন্য আজ সকালে শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নেন। এক পর্যায়ে আশপাশের সব কারখানাও ছুটি দিয়ে দেওয়া হয়। তখন সবাই একসঙ্গে রাস্তায় অবস্থান নেন।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে সংঘর্ষ হলে আল আমিন ও ঝুমা গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ পোশাকশ্রমিক আল আমিনের বাড়ি খুলনায়। তিনি মিরপুর-১৪ নম্বরের বিআরপি এলাকায় থাকেন। সকালে কারখানা ছুটি ঘোষণা করা হয়। তিনি বাসায় চলে যাচ্ছিলেন। তখন তার পিঠে গুলি লাগে বলে জানান সহকর্মী মো. কবির হোসেন।

আর গুলিবিদ্ধ ঝুমা সেনটেক্স ফ্যাশনে অপারেটর হিসেবে কাজ করেন। তার ডান পায়ে গুলি লেগেছে বলে জানান বড় বোন মর্জিনা বেগম।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এজেডএস/এমএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।