ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইলিশে নিষেধাজ্ঞার ১৮ দিনে ৫৫৬ জেলের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
ইলিশে নিষেধাজ্ঞার ১৮ দিনে ৫৫৬ জেলের কারাদণ্ড

বরিশাল: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে গেল ১৮ দিনে ৫৫৬ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ২৬ লাখ ৫৯ হাজার ৬শ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিভাগীয় মৎস্য অফিস এই তথ্য জানিয়েছে।

বিভাগীয় মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ৩০ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বরিশাল বিভাগে দুই হাজার ৬০৯টি অভিযান চালানো হয়েছে এবং ৭৯৪শ’টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার পাশাপাশি ৯০৬টি মামলা করা হয়েছে।  

সেসময়ে বরিশাল বিভাগে ৪৮৬ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, তিন হাজার ৫০৮ বার বিভিন্ন মাছঘাট, ছয় হাজার ৫৫৭ বার বিভিন্ন আড়ত ও তিন হাজার ৯৪৩ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

আর গেল ১৮ দিনের অভিযানে ১৬ হাজার ২৭৮ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ১৭ কোটি ২৮ লাখ ২৮ হাজার ১শ টাকার ৯৩ লাখ ৭০ হাজার ১শ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে তিন লাখ ৪৩ হাজার ২শ টাকা আয় হয়েছে।  

মৎস্য বিভাগের উপ পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস জানান, ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গকিলোমিটারের মূল প্রজননস্থলসহ সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন নিষিদ্ধ থাকছে।

উল্লেখ্য বরিশাল বিভাগের ছয় জেলার তিন লাখ ১৯ হাজার ৮৩০ জেলে পরিবারের জন্য ৭৯৯৯৫ দশমিক ৭৫০ মেট্রিক টন চাল বিতরণ করা হবে।  

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।