ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ছিনতাই হওয়া চিনিসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
রাজবাড়ীতে ছিনতাই হওয়া চিনিসহ ট্রাক জব্দ, গ্রেপ্তার ৫

রাজবাড়ী: রাজবাড়ীতে ছিনতাই হওয়া চিনিসহ ট্রাক জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরের দিকে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) মোছা. শামীমা পারভিন।

গ্রেপ্তাররা হলেন- যশোর জেলার কোতোয়ালি থানার কচুয়া গ্রামের কুদ্দুস খানের ছেলে।

শামীম রেজা (৩৪), একই গ্রামের মৃত ওমর আলী খানের ছেলে নাজিম খান (৩৮), একই উপজেলার মনসেপুর গ্রামের মো. ইউনুস মোল্লার ছেলে আলমগীর হোসেন (৩৩), ট্রাকচালক কেশবপুর উপজেলার মধ্যকুল সরদারপাড়া গ্রামের লিয়াকত আলী সরদারের ছেলে আবুল বাশার (৩০) ও একই গ্রামের মৃত ওয়াজেদের ছেলে বাবু মিয়া (২৫)।  

এসপি মোছা. শামীমা পারভিন জানান, ‘জননী ফুড প্রোডাক্ট’ কোম্পানির ৪০০ বস্তা চিনি নিয়ে একটি ট্রাক সিলেট থেকে রংপুর যাচ্ছিল। গত ২৫ অক্টোবর রাত ২টার দিকে ট্রাকটি রাজবাড়ী সদরের খানখানাপুর বড় ব্রিজ এলাকায় এলে ট্রাকচালক আবুল বাশারের যোগসাজশে ছিনতাইকারী চক্র সড়কে প্রাইভেটকার দিয়ে ট্রাকটি থামিয়ে ছিনতাই করে।  

এ সময় তারা ট্রাকে থাকা ওই কোম্পানির শ্রমিক সরোয়ার হোসেনকে জোর করে ট্রাক থেকে নামিয়ে প্রাইভেটকারে তুলে হাত-পা বেঁধে ফরিদপুরের কানাইপুর এলাকায় মহাসড়কের পাশে ফেলে দেন। পরে ২৬ অক্টোবর ভোর ৪টার দিকে সরোয়ার হাত পায়ের বাঁধন খুলে ঘটনাটি তার ভাই মোবারক হোসেনকে জানান। মোবারক হোসেন ঘটনা জানার পরপরই জননী ফুড প্রোডাক্ট কোম্পানির জেনারেল ম্যানেজার তানজিল ইসলামকে জানান।  

তিনি জানান, এ ঘটনায় ২৭ অক্টোবর তানজিল বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন। ২৮ অক্টোবর রাতভর যশোর জেলার কোতোয়ালি মডেল থানা, অভয়নগর থানা ও কেশবপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ২৩৩ বস্তা চিনিসহ ট্রাক ও চিনি বিক্রির ২ লাখ টাকা জব্দ করা হয়। একই সঙ্গে এ ঘটনায় জড়িত ট্রাকচালক আবুল বাশারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এসপি।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।