ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে সাড়ে ৯ হাজার ইয়াবাসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
রাঙামাটিতে সাড়ে ৯ হাজার ইয়াবাসহ যুবক আটক

রাঙামাটি: রাঙামাটিতে ৯ হাজার ৭৮৫ পিস ইয়াবা বড়িসহ মো. ওয়াসিম (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।  

রোববার (২৭ অক্টোবর) দিনগত রাতে এমন তথ্য নিশ্চিত করেছেন, মানিকছড়ি পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. ওমর ফারুক।

এসআই ওমর ফারুক বলেন, রোববার গোয়েন্দা তথ্যর ভিত্তিতে জেলা শহরের প্রবেশমুখ মানিকছড়ি চেকপোস্টে চট্টগ্রাম থেকে রাঙামাটির উদ্দেশে ছেড়ে আসা (চট্ট-মেট্রো-ব-১১-০০৭৪) পাহাড়িকা নামে একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। এসময় শপিং ব্যাগে ইয়াবা বড়িসহ এক যুবককে আটক করা হয়।

আটক যুবক চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজারের আমতলার ২ নম্বর গলি এলাকায় বসবাস করেন। তার স্থায়ী ঠিকানা হলো একই জেলার চন্দনাইশ উপজেলার সাত ভাইয়ের পাড়ায়।

আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১০০৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।