ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক ৬ কর্মকর্তার পদায়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক ৬ কর্মকর্তার পদায়ন

ঢাকা: বাংলাদেশ পুলিশের উপপুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার ছয়জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) হিসেবে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের  সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক মো. আকরাম হোসেনকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে), পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক আবু নাসের মোহাম্মদ খালেদকে পুলিশ অধিদপ্তরে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে), গাজীপুর মহানগরীর পুলিশ কমিশনার খোন্দকার রফিকুল ইসলামকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) বিশেষ শাখায়, পিবিআই’র উপপুলিশ মহাপরিদর্শক মো: মোস্তফা কামালকে পিবিআইতে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে), পুলিশ অধিদপ্তরের উপপুলিশ মহাপরিদর্শক মোসলেহ উদ্দিন আহমেদকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) এবং শিল্পাঞ্চল পুলিশের উপপুলিশ মহাপরিদশক মো. ছিবগাত উল্লাহকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

পদায়নকৃত কর্মকর্তাগণের নামের তালিকা দেখুন - 

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
এমএমআই/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।