ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ৮ জেলের ১৫ দিনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
টাঙ্গাইলে ৮ জেলের ১৫ দিনের কারাদণ্ড

টাঙ্গাইল: মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে টাঙ্গাইলে যমুনা নদীতে মাছ ধরার অপরাধে আট জেলেকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।  

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে জেলা সদর উপজেলায় যমুনা নদীতে ইলিশ মাছ সংরক্ষণ অভিযানে আটক আট জেলেকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কিরাতখোল গ্রামের আবুল শেখের ছেলে মোতালেব, একই উপজেলার দেলুয়া গ্রামের গফুর শেখের ছেলে আবু হাসান, আবু সামার ছেলে আবু হানিফ, বারেক মোল্লার ছেলে মামুন মোল্লা, নজরুলের ছেলে মনিরুল, মান্নানের ছেলে রফিক, আরিফ ও এলাহি আকন্দের ছেলে শহিদ। তাদের উভয়কে ১৫ দিনের কারাদণ্ড দেন।

টাঙ্গাইলের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী জানান, আটক ওই আট জেলেদের কাছ থেকে প্রায় ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় ৩ লাখ টাকা। জব্দ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
  
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. মোহাইমিনুল ইসলাম বলেন, জেলা সদর উপজেলায় কাকুয়া, কাতুলি ও হুগড়া ইউনিয়নের যমুনা নদী এলাকায় ইলিশ সংরক্ষণ অভিযানে কারেন্ট জাল ও ইলিশ মাছসহ ওই আট জেলেকে আটক কর তাদের প্রত্যেকেই ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। জব্দ ইলিশ এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের মৎস্য কর্মকর্তা ও নৌপুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।