ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মশাল মিছিল-সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মশাল মিছিল-সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জ: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।  

সোমবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে একটি মশাল মিছিল বের করা হয়।

মশাল মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকায় পথসভার মাধ্যমে শেষ হয়।  

মিছিলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও  আওয়ামী লীগ সরকারের অনিয়ম তুলে নানান ধরনের স্লোগান দিতে দেখা যায়।  

পথসভায় বক্তব্য দেন-বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আব্দুর রাহিম, খুররাতুল আইন কানিজ, আসিফ নেহাল, মোত্তাসিন বিশ্বাস, নুর আসিক তানভির ও মুহিন খানসহ অন্যরা।  

বক্তারা মিথ্যার আশ্রয় নেওয়ার অভিযোগ তুলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবি করেন। অন্যথায় আগামী দিনে সব ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।