ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
গাজীপুরে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ বাবুর্চি মোড় এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন জামালপুরের বকশীগঞ্জ থানার বাটাজোর এলাকার গোলাম মাওলার ছেলে আজিম মিয়া (২৪) ও একই এলাকার মৃত লাল মিয়ার ছেলে মো. সুজাত হোসেন (৩৮)। তারা দুজন আমবাগ বাবুর্চি মোড় এলাকায় বাসা ভাড়া থাকতেন।

গাজীপুর মেট্রোপলিটনের কোনাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. স্বপন মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আমবাগ বাবুর্চি মোড় এলাকায় ইয়াবা কেনাবেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। একপর্যায়ে ধাওয়া করে আজিম মিয়া ও সুজাত হোসেনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোনাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।