ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

মানুষের মাঝে কোনো বৈষম্য থাকবে না: শফিকুর রহমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
মানুষের মাঝে কোনো বৈষম্য থাকবে না: শফিকুর রহমান জামায়াতের আমির : শফিকুর রহমান

মাগুরা: দীর্ঘ ১৫ বছর জামায়াতে ইসলামী কোনো রাজনৈতিক সভা সমাবেশ করতে পারেনি। অন্যায় অত্যাচারের স্বীকার হয়েছে।

এখন সময় এসেছে জামায়াতে ইসলামী মানুষের কল্যাণের জন্য কাজ করবে।  

৫ আগস্ট ছাত্র আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থান হয়েছে। আওয়ামী লীগের সময় জামায়াতের একাধিক নেতাকর্মী হত্যা, খুন, গুমের শিকার হয়েছে। অনেক নেতাকর্মীকে অন্যায়ভাবে জেল ও ফাঁসি দেওয়া হয়েছে।
জামায়াতে ইসলামী সুষ্ঠু সুন্দর একটি রাষ্ট্র গড়তে চায়।  

সরকার এবং তার দোসরদের সিন্ডিকেটের কারণে ৩০ টাকা দামের পেঁয়াজ ৩০০ টাকা দামে কিনতে হয়েছে। সরকার সিন্ডিকেট করে শ্বাস রুদ্ধ করে দিয়েছিল। এ অবস্থা থেকে মুক্তি চেয়েছে মানুষ। সরকার মানুষের সম্পদের ওপর লোলুপ দৃষ্টি দিয়েছিল। জামায়াতে ইসলামী এমন একটি দেশ চায়, যেখানে আল্লাহর নিময় অনুযায়ী সুবিচার হবে। মানুষের মাঝে কোনো বৈষম্য থাকবে না। বেকার মানুষের হাতে কাজ তুলে দেওয়া হবে। সমাজে ধনী এবং গরিব সম্মানের সঙ্গে বসবাস করতে পারবে। সব ধর্মের মানুষ তাদের ধর্মীয় কাজ নিরাপত্তার সঙ্গে পালন করবে। কাউকে পাহরা দেওয়ার প্রয়োজন হবে না। মাগুরায় এক সংক্ষিপ্ত পথসভায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে ভায়না মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত পথ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের আমির অধ্যাপক এ বি এম বাকেরসহ জেলা জামায়াতের একাধিক নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।