ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ছুরিসহ বরখাস্ত পুলিশ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
লক্ষ্মীপুরে ছুরিসহ বরখাস্ত পুলিশ সদস্য আটক

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযানে পুলিশের চাকরি থেকে বরখাস্ত মো. সোহেল নামে এক ব্যক্তিকে ছুরিসহ আটক করা হয়েছে। এসময় তার কাছে পুলিশের ভুয়া আইডি কার্ড পাওয়া গেছে।

 

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল ৩টার দিকে লক্ষ্মীপুর প্রেসক্লাব সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়৷  অভিযুক্ত সোহেলের বাড়ি পটুয়াখালী জেলার মির্জাপুর উত্তর ঝাটিবুনিয়া গ্রামে।  

এক সংবাদ বিজ্ঞপ্তিতে লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প থেকে জানানো হয়, পুলিশের চাকরি চলে গেলেও সোহেল নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে অপকর্ম করে আসছিলেন। গোপন সূত্রে এ খবর পেয়ে লক্ষ্মীপুর সদরের প্রেসক্লাবের কাছে অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনী। এসময় তার কাছে একটি চাইনিজ ছুরি ও পুলিশের ভুয়া আইডি কার্ড পাওয়া যায়। জব্দ করা অস্ত্র ও আইডি কার্ডসহ আটক সোহেলকে লক্ষ্মীপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মুন্নাফ বলেন, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।