ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জয়পুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
জয়পুরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

জয়পুরহাট: জয়পুরহাট পৌরসভার সদ্য অপসারিত কাউন্সিলর হায়দার আলী পলাশকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।  

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের সাহেবপাড়া বিশ্বাসপাড়া মহল্লার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি জয়পুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।

পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, গত ৪ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে যোগ দিয়ে মিনকুল হোসেন গুলিবিদ্ধ হন। এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর তিনি নিজেই বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় ৩২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করে মামলা করেন।  

পলাশ এ মামলার ৩০০ নম্বর আসামি। বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।