ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা কলেজের পুকুরে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
ঢাকা কলেজের পুকুরে ডুবে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা: ঢাকা কলেজের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিয়াম (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

সিয়াম আজিমপুরের ফয়জুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।

সিয়াম ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নজরুল ইসলামের ছেলে। সে বর্তমানে আজিমপুরের ওই মাদ্রাসায় থাকতো।

হাসপাতালে সিয়ামের চাচা নুরুল ইসলাম জানান, দুপুরে কয়েকজন সহপাঠীর সঙ্গে গোসল করতে ঢাকা কলেজের পুকুরে গিয়েছিল সিয়াম। সে কিছুটা সাঁতারও জানতো। তবে গোসল করতে করতে হঠাৎ পানিতে তলিয়ে যায় সে। তখন সহপাঠীরা তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয়দের জানায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা পানি থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বাংলানিউজকে জানান, সিয়ামের মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।