ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টেকনাফ থেকে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
টেকনাফ থেকে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করল বিজিবি

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে ও শনিবার রাতে এ অভিযান চালানো হয়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হ্নীলার ফুলের ডেইল এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকবে এমন গোপন খবরের ভিত্তিতে টেকনাফ সদর ও হ্নীলা এলাকায় পৃথক অভিযান চালানো হয়।

এ সময় টহলদল দুই ব্যক্তিকে নাফ নদী পার হয়ে হ্নীলা পুরান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাঁশ ঝাড়ের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দুটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগের ভেতর থেকে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে, শনিবার রাতে টেকনাফ ব্যাটালিয়নের লেদা বিওপির একটি টহলদল টেকনাফ-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করে। এ সময় একটি অটোরিকশা থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২৪
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ