ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টেকনাফে ব্যাগের ভেতরে মিলল ৯০ হাজার পিস ইয়াবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২৪
টেকনাফে ব্যাগের ভেতরে মিলল ৯০ হাজার পিস ইয়াবা ফাইল ফটো

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে চোরাকারবারিদের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে এ অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট মো. মহিউদ্দীন আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকনাফের হ্নীলা চৌধুরীপাড়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি চালান বাংলাদেশে ঢুকবে এমন গোপন খবর পেয়ে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় একটি ব্যাগ হাতে দুই ব্যক্তিকে নাফ নদী পার হয়ে চৌধুরীপাড়া এলাকার দিকে আসতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে চ্যালেঞ্জ করলে ব্যাগটি ফেলে পালিয়ে যায় তারা। পরে ওই ব্যাগের ভেতর থেকে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ সময় চোরাকারবারি কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি।

তবে চোরাকারবারিদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২৪
এসবি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।