ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে শিক্ষার্থী দীপ্ত দে হত্যা: হাসিনাসহ ২৭ জনের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
মাদারীপুরে শিক্ষার্থী দীপ্ত দে হত্যা: হাসিনাসহ ২৭ জনের নামে মামলা

মাদারীপুর: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী দীপ্ত দে (২২) হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালসহ ২৭ জনের নামে মাদারীপুরের আদালতে মামলা করা হয়েছে।  

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করনে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।

 

আল মামুন শহরের পানিছত্র এলাকার বাসিন্দা।

শুনানি শেষে আদালতের বিচারক হুমায়ুন কবির সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দেন।  


নিহত দীপ্ত দে মাদারীপুর শহরের মাস্টার কলোনী এলাকার স্বপন দের ছেলে। তিনি মাদারীপুর সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- মাদারীপুর-০১ আসনের সাবেক সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী, মাদারীপুর-০২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান, মাদারীপুর-০৩ আসনের সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোহবান মিয়া গোলাপ, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুনীর চৌধুরী, মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র খালিদ হোসেন ইয়াদ এবং জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক।

মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই সকালে কোটা সংস্কার আন্দোলনে যোগ দেন বিভিন্ন শিক্ষার্থী প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শহরের শকুনি লেক এলাকায় আসামিরা দীপ্তকে গুলি করেন ও কুপিয়ে আহত করেন। পরে লেকের পানিতে পড়ে যান দীপ্ত। ওই দিন দুপুরে শকুনি লেক থেকে দীপ্তর মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।  

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।