ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা: প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৪
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলা: প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

ঠাকুরগাঁও: ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি কমপ্লেক্সে সন্ত্রাসী হামলাসহ সারা দেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ও জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন সমাবেশ করা হয়েছে।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করেন জেলাটিতে কর্মরত গণমাধ্যমকর্মীরা।

 

এ সময় বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পার্থ সারথী দাস, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রোহান, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর প্রতিনিধি আব্দুল লতিফ লিটুসহ ঠাকুরগাঁও প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

এ সময় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলাসহ সারা দেশে সংবাদকর্মীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।