ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাংবাদিকদের সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের মতবিনিময় সভা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৪
সাংবাদিকদের সঙ্গে জামায়াতের নেতাকর্মীদের মতবিনিময় সভা 

ফরিদপুর: ফরিদপুরের সালথায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন জামায়াতে ইসলামী।

বুধবার (২৮ আগস্ট) বিকেলে সালথা উপজেলা মডেল মসজিদের হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

 

সালথা উপজেলা জামায়াতে ইসলামীর সমন্বয়কারী মো. ওয়ালীউজ্জামানের উপস্থাপনায় এসময় বক্তব্য দেন- সালথা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল ফজল মুরাদ, উপজেলাটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মো. মিকাইল হোসেন, জামায়াতে ইসলামীর আটঘর ইউনিয়নের সভাপতি মো. তরিকুল ইসলাম, রামকান্তপুর ইউনিয়নের সভাপতি মো. মুকুল হোসেন, সালথা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. ইমামুল শেখ প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, 'সাধারণ শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষার অন্তর্ভুক্তি চায় জামায়াতে ইসলামী। আল্লাহর প্রতি বিশ্বাস, সমাজ, রাষ্ট্র থেকে প্রতিটা বিষয়ে জামায়াতে ইসলামীর আদর্শ বিদ্যমান। জামায়াতে ইসলামী এদেশে ভেসে আসা সংগঠন নয়। এ সংগঠন প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভালোবাসার সংগঠন। '

তারা বলেন, '২০০৬ সাল থেকে এদেশের মানুষ সুষ্ঠুভাবে ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে দেওয়া হয়েছে। এখন সুষ্ঠু পরিবেশ তৈরি হয়েছে। জামায়াতে ইসলামী নির্বাচনমুখী দল। তাইতো সামনের প্রতিটা নির্বাচনে জামায়াতে ইসলামী অংশগ্রহণ করবে। '

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, আগস্ট ২৮, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।