ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকায় নতুন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
ঢাকায় নতুন ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার জেমস গোল্ডম্যান জেমস গোল্ডম্যান (ফাইল ফটো)

ঢাকা: ঢাকায় ব্রিটিশ হাইকমিশনের নতুন ডেপুটি হাইকমিশনার ও উন্নয়ন পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন জেমস গোল্ডম্যান।  

মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানায়।

নতুন ডেপুটি হাইকমিশনার বলেন, আমি ব্রিটিশ হাইকমিশন ঢাকায় যোগ দিতে পেরে আনন্দিত এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছি। কারণ এ সরকার বাংলাদেশের মানুষের জন্য শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধার, জবাবদিহিতা নিশ্চিত করতে এবং একটি অন্তর্ভুক্তিমূলক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য শান্তিপূর্ণ পথ তৈরি করতে কাজ করছে।

উল্লেখ্য, বর্তমান দায়িত্বের আগে জেমস ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিলে কনসাল জেনারেল ছিলেন। ২০২২-২০২৩ পর্যন্ত তিনি ব্রিটিশ মিশন মাস্কাটে চার্জ ডি অ্যাফেয়ার্স ছিলেন।

এর আগে ২০১৯ সাল থেকে মাস্কাট মিশনের ডেপুটি হেড ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।