ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

নিহত শিক্ষার্থীদের স্মরণে খুলনায় প্রদীপ প্রজ্বলন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
নিহত শিক্ষার্থীদের স্মরণে খুলনায় প্রদীপ প্রজ্বলন

খুলনা: খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরণে প্রদীপ প্রজ্বলন করা হয়েছে।  

মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি থেকে পদযাত্রা বের হয়ে শিববাড়ী মোড়ে সন্ধ্যা ৭টায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রদীপ প্রজ্বলন করেন খুলনার সাংস্কৃতিক কর্মীরা।

 

‌‘হাল ছেড়ো না বন্ধু বরং কণ্ঠ ছাড়ো জোরে’ ও ‘আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও’ এমন স্লোগানকে সামনে রেখে সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষা, সাংস্কৃতিক বৈষম্য দূর ও স্বাধীন সাংষ্কৃতিকচর্চার পরিবেশ নিশ্চিত করার আহ্বানে এ প্রদীপ প্রজ্বলনের আয়োজন করা হয়।
 
এতে নেতৃত্ব দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুলতান মাহমুদ শ্রাবণ, পলি হক, কাজী সারোয়ার, কাজল ইসলাম, মো. তরিকুল ইসলাম তারেক প্রমুখ।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বাংলাদেশ ও নিহতদের নিয়ে সংগীত পরিবেশিত হয়। এ সময় উপস্থিত সবাই সমস্বরে গানে কণ্ঠ মেলান।

বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২৪
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।