ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, আগস্ট ৪, ২০২৪
মানিকগঞ্জে শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ 

মানিকগঞ্জ: ছাত্র-জনতার আন্দোলনে মানিকগঞ্জে সাধারণ শিক্ষার্থীসহ অভিভাবকরা ঢাকা-আরিচা মহাসড়কের মানড়া এলাকায় অবস্থান নিয়েছেন।

রোববার (৪ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে জেলার বিভিন্ন স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেয়।

তবে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি।  

সরেজমিনে দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়কের মানড়া এলাকায় শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে শান্তিপূর্ণ অবস্থানে থেকে প্রতিবাদ করছেন। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অভিভাবকরাও মহাসড়কে অবস্থা নিয়েছেন। মহাসড়ক অবরোধ থাকায় যানবাহন চলাচল বন্ধ থাকলেও জরুরি সেবায় নিয়োজিত সব ধরনের গাড়ি চলাচল করতে দিচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি।  

মানিকগঞ্জে ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আশরাফুল ইসলাম রাজু বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায়ে আন্দোলন করছি।  

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২৪
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।