ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরিশালে দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
বরিশালে দেড় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

বরিশাল: জেলার হিজলায় অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

বুধবার (৩১ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

তিনি জানান, হিজলার হরিনাথপুর পূর্বকান্দি এলাকার সরদার বাড়িতে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও হিজলা নৌপুলিশের যৌথ অভিযান চালায়। এ সময় একটি বাড়ি থেকে ২৮৭ বান্ডেল ইলিশ মাছ ধরার নতুন অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যেখানে ১ লাখ ৪৩ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল ছিল। আর জব্দকৃত জালের মূল্য প্রায় সাড়ে ৭ লাখ টাকা।

তিনি জানান, অভিযানে কারেন্ট জাল মজুদ রাখার অপরাধে সুরাইয়া হাওলাদার নামে এক ব্যক্তিকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন হিজলা নৌ পুলিশের উপ পরিদর্শক জহিরুল হক ও সহকারী উপ পরিদর্শক শাহিনুর রহমানসহ সঙ্গীয় টিম।

মোবাইল কোর্ট পরিচালনা করেন হিজলা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক।

বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৪
এমএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।