ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, জুলাই ১২, ২০২৪
কিশোরগঞ্জে হাওরে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

কিশোরগঞ্জ: মিঠামইন উপজেলায় ঘুরতে এসে হাওরে গোসল করতে নেমে আবিদ (২০) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১২ জুলাই) বিকেলে জেলার মিঠামইন জিরো পয়েন্টের কাছে হাওরে এ ঘটনা ঘটে।

আবিদের বাড়ি গাজীপুর জেলার।  

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর থেকে কিশোরগঞ্জের মিঠামইন হাওরে ঘুরতে আসেন আবিদসহ তিনজন বন্ধু। শুক্রবার বিকেল ৩টার দিকে মিঠামইন জিরো পয়েন্টের কাছে হাওরে গোসল করতে নেমে ডুবে যান তারা। পরে বিষয়টি জানাজানির পর উদ্ধার অভিযান শুরু করা হয়। উদ্ধার অভিযানের একপর্যায়ে সজীব ও শাহজাহান নামের দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আবিদ এখনও নিখোঁজ রয়েছেন। ফায়ার সার্ভিসের ডুবুরিরা তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে।  

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী বিষয়টি নিশ্চিত করে জানান, আবিদ নামের একজন এখনও নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জুলাই ১২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।