ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামনগরে কৃষকলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
শ্যামনগরে কৃষকলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার গ্রেপ্তার মুছা গাজী

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক কাশেম আলী কগুজি হত্যা মামলার প্রধান আসামি মুছা গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ জুলাই) রাতে নড়াইল জেলার তুলারামপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার মুছা গাজী গাবুরা ইউনিয়নের খোলপেটুয়া গ্রামের আফছার গাজীর ছেলে। এছাড়া এ ঘটনায় আরও পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।  

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নড়াইলের তুলারামপুর গ্রামের এরশাদ আলীর বাড়ি থেকে মুছা গাজীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

প্রসঙ্গত, গত ৪ জুলাই মধ্যরাতে স্ত্রীকে নৌকায় বেঁধে রেখে গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক কাশেম আলী কগুজিকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের স্ত্রী ফিরোজা বেগম বাদী হয়ে মুছা গাজীসহ আটজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও সাত-আটজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জুলাই ১০, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।