ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে প্রাথমিক স্কুলে মিলল বিরল রক পাইথন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জুলাই ৩, ২০২৪
রাজশাহীতে প্রাথমিক স্কুলে মিলল বিরল রক পাইথন

রাজশাহী: বিরল প্রজাতির রক পাইথনের দেখা মিলেছে রাজশাহীর বাগমারা উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে। স্কুলের শ্রেণিকক্ষে ঢুকে পড়া ওই রক পাইথনটি দেখতে পেয়ে স্থানীয়রা গিয়ে পিটিয়ে মেরে ফেলেন।

বুধবার (০৩ জুলাই) সকালে রাজশাহী জেলার বাগমারা উপজেলার মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, বাগমারা উপজেলার ওই স্কুলটি বারনই নদীর পাশে অবস্থিত। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- নদীর পানিতেই বিরল প্রজাতির এই সাপটি ভেসে এসেছিল। পাড়ে ওঠার পর জনসমাগম এড়াতে বন্ধ থাকা প্রাথমিক স্কুলের ওই শ্রেণিকক্ষে আশ্রয় নিয়েছিল সাপটটি। বুধবার সকালে বন্ধ থাকা শ্রেণিকক্ষের তালা খোলা হলে বিশাল আকৃতির সাপটির দেখা মেলে।

এরপর স্থানীয়রা গিয়ে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। এছাড়া সাপটি দেখার পর তাদের জেলা-উপজেলা পর্যায়ে থাকা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাপ সম্পর্কে সর্বাত্মক সতর্ক থাকার জন্য বলা হয়। তবে সাপ পাওয়ার পরও ওই স্কুলের ক্লাস বা পরীক্ষা স্বাভাবিক ছিল।

এদিকে রাজশাহীর সাপ ও সরীসৃপ বিশেষজ্ঞ বোরহান বিশ্বাস রোমান জানান, সাপের ওই ছবিটি দেখে তার কাছে মনে হয়েছে এটি বিরল ইন্ডিয়ান রক পাইথন। তিনি সাপটি দেখতে সেখানে যাচ্ছেন বলেও জানান। কারণ সাপটি মৃত হলেও তাদের গবেষণায় কাজে আসবে। আর খুব সম্ভবত সাপটি রক পাইথনই হবে। এটি সচরাচর দেখা যায় না। বিরল প্রজাতির সাপটি বাগমারায় কীভাবে এলো তা নিশ্চিত হওয়া কঠিন বলেও জানান তিনি।

গেল কিছুদিন থেকে দেশের অন্যান্য স্থানের মতো রাজশাহীতেও বিষধর রাসেলস ভাইপারের আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ যে কোনো প্রজাতির সাপ দেখলেই তা রাসেলস ভাইপার বলে মনে করছেন।

তবে এরই মধ্যে বেশ কয়েকটি এলাকায় রাসেলস ভাইপারের দেখা মিলেছে। গত ২৩ জুন রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে রাসেলস ভাইপার সাপের ১৬টি বাচ্চা দেখা যায়। এর মধ্যে কিছু সাপ সেদিন পিটিয়ে মেরে ফেলা হয়। এরপর গত সোমবার (০১ জুলাই) রাতে রাজশাহীর চারঘাট থানার ভেতর রাসেলস ভাইপার ঢুকে পড়ে। পরে থানার পুলিশ সদস্যরা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেন। এরপর থেকে রাজশাহীর চারঘাটে থাকা বাংলাদেশ পুলিশ একাডেমি, পাশের সারদা কুঠিপাড়া ও পিরোজপুর এলাকায় সাপ আতঙ্ক বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জুলাই ০৩, ২০২৪
এসএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।