ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চিনির বৃহৎ চোরাচালান ঢোকে জৈন্তাপুর সীমান্ত দিয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, জুন ৯, ২০২৪
চিনির বৃহৎ চোরাচালান ঢোকে জৈন্তাপুর সীমান্ত দিয়ে

হবিগঞ্জ: হবিগঞ্জে পৃথক দুটি অভিযানে জব্দ ১৮৭ মেট্রিক টন ভারতীয় চিনি সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করেছে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

পুলিশ বলছে, এ ঘটনায় গ্রেপ্তার ১৯ জনের সঙ্গে অজ্ঞাতপরিচয় আরও আসামিরা চিনির বৃহৎ চোরাচালানের সঙ্গে জড়িত জানা গেছে, তাদের খোঁজ করা হচ্ছে।

 

এদিকে, ১৮৭ মেট্রিক টন ভারতীয় চিনি জব্দের ঘটনায় জেলার শায়েস্তাগঞ্জ থানা ও বাহুবল মডেল থানায় দুটি মামলা করেছে পুলিশ। উভয়টিতেই অজ্ঞাত আসামি রাখা হয়েছে।  

রোববার (৯ জুন) দুপুরের দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর বাংলানিউজকে এ তথ্য জানান।  

এ সময় তিনি বলেন, চিনির বৃহৎ চোরাচালান সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করানোর পর ঢাকার দিকে নেওয়া হচ্ছিল। এমন গোপন খবরে গত বৃহস্পতিবার (৬ জুন) জেলার বাহুবল উপজেলার তিতারকোনা এলাকা থেকে ১১৪ মেট্রিক টনের চোরাচালান জব্দ করে হাইওয়ে পুলিশ। এ সময় ছয়জনকে গ্রেপ্তার ও চোরাই চিনি পরিবহনে ব্যবহৃত ছয়টি ট্রাক জব্দ করা হয়। পরে হাইওয়ে থানার সার্জেন্ট আল-মামুন গ্রেপ্তার ছয়জনের নামসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি রেখে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করেন।

একই দিন জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার দেউন্দি মোড়ে পাঁচটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৭৩ টন চিনিসহ আরও ১৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ১৩ জনসহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে এ ঘটনায় মামলা দায়ের করেন শায়েস্তাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম।  

শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. মোবারক হোসেন বলেন, আসামিদের সবাইকে কারাগারে পাঠানো হয়েছে। এ চোরাচালানের পেছনে জড়িত অজ্ঞাত আসামিদের শনাক্ত করতে চেষ্টা চলছে।

** হবিগঞ্জে কোটি টাকার চোরাই চিনি জব্দ, আটক ১৩

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, জুন ০৯, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।